Text size A A A
Color C C C C
পাতা

অফিস সম্পর্কিত

          খাসিয়া জৈন্তিয়া পাহাড়ের পাদদেশে অত্যন্ত নয়নাভিরাম ও মনোরম পরিবেশে সিলেটের উত্তরপূর্ব অংশ জুড়ে এবং সিলেট বিভাগীয় শহর থেক প্রায় ৫২ কি.মি. দূরে ৪১২.২৫ বর্গ কি.মি. আয়তনে প্রায় ৩ লক্ষ জনসংখ্যা ,০৯ টি ইউনিয়ন, ০১ টি পৌরসভা নিয়ে মোটামোটিভাবে গঠিত আমাদের কানাইঘাট উপজেলা।সুরমা নদীর পশ্চিম তীরে উপজেলা পরিষদ এর উত্তর পাশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সন্নিকটে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় অবস্থিত।

        কানাইঘাটের উত্তর পূর্বে ভারত, দক্ষিণপূর্বে বিয়ানিবাজার ও জকিগঞ্জ, দক্ষিণপশ্চিমে গোলাপগঞ্জ এবং উত্তরপশ্চিমে জৈন্তা উপজেলা অবস্থিত।

ছবি